Monday, July 25

স্লোয়ারে নতুনত্ব আনতেই ইনজুরিতে মোস্তাফিজ!


ঢাকা: আবার ইনজুরিতে মোস্তাফিজ।জানা গেছে, কাঁধের সেই পুরোনো জায়গাতেই আবার ব্যথা পেয়েছেন তিনি। বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরি মনে করেন, নতুন কিছু চেষ্টা করতে গিয়েই ইনজুরিতে পড়ে থাকতে পারেন কাটার বয়। তিনি বলেন,‘ আসলে না দেখে কিছু বলা কঠিন। তবে হতে পারে নতুন কিছু করার চেষ্টা করছিল সে। দেশেও নেটেও সে নতুন কিছু চেষ্টা করছিল, কিন্তু তখন ব্যথা অনুভব করেছে কিছুটা। ওকে থামানো হয়েছিল তখন। বলা হয়েছিল, আপাতত দরকার নেই। হতে পারে ওখানে গিয়ে সেটাই সে করতে গেছে এবং নতুন করে সমস্যা হয়েছে।’ জাতীয় দলের চিকিৎসকের মতো জাতীয় দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজনও বললেন তেমনটি,‘ অন্যদের চেয়ে মোস্তফিজের ব্যাপারটা একটু আলাদাই। সে হঠাৎ করে এসেছে। অল্প সময়ের মধ্যে একটু বেশি বোলিং করে ফেলেছে। প্রত্যাশা অনেক, মানসিক চাপও অনেক। স্লোয়ারগুলোতে নতুনত্ব আনতে গিয়েই হয়তো সমস্যয় পড়ে থাকতে পারে।’ সাবেক এ জাতীয় দলের তারকা আরো বলেন,‘মোস্তাফিজ নতুন এক্সপেরিমেন্ট করতে চেয়েছিল। সে আসলে সবসময় নতুন কিছু শিখতে চায়। সে জানে যে, প্রতিদিনই কেউ না কেউ তাকে মনিটর করছে, তার বোলিং সম্পর্কে জানছে। এজন্যই নতুন কিছু শিখতে চেয়েছে। ব্যাথাটা হয়তো সেখান থেকেও আসতে পারে।’ গত ২০ জুলাই সাসেক্সের হয়ে কাউন্টি খেলতে যান মোস্তাফিজ। প্রথম ম্যাচে ২৩ রানে ৪ উইকেট নিলেও পরের ম্যাচে ৩.২ ওভার বল করে ৩১ রান দিয়ে উইকেট শূণ্য থাকেন তিনি। পরের দিন নেটে বল করার সময় কাঁধে ব্যথা পান। ফলে রবিবার ওয়ানডে কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি তিনি। মনে করা হচ্ছে, দ্বিতীয় ম্যাচে বোলিং করার সময়ই ব্যথাটা পেয়ে থাকতে পারেন মোস্তাফিজ। নেট প্রাকটিসে যেটা আরো বড় হয়ে দেখা দেয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়