নিজস্ব প্রতিবেদক:
সুরমা নদীর কানাইঘাট দারুল উলূম মাদ্রাসার পাশ থেকে শুক্রবার সকাল ১১টার দিকে ভাসমান অবস্থায় ৪৫ উর্ধ্ব এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে কানাইঘাট থানা পুলিশ। কানাইঘাট সুরমা নদীর দারুল উলূমের পার্শ্বের ভাসমান অবস্থায় উক্ত অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে স্থানীয় লোকজন থানা পুলিশকে অবহিত করলে থানার এস.আই বশির লাশটি উদ্ধার করে সিলেট সিওমেক হাসপাতাল মর্গে প্রেরণ করেন। পোস্টমর্টেম শেষে বেওয়ারিশ ব্যক্তির লাশ সিলেট সিটি কর্পোরেশনের মানিকপীরের টিলায় দাফন করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। অজ্ঞাতনামা উক্ত ব্যক্তির পরনে ছিল ফুল কালো প্যান্ট, সাদা শার্ট। ধারনা করা হচ্ছে অজ্ঞাতনামা ব্যক্তিকে ২/১ দিন পূর্বে হত্যা করে লাশ সুরমা নদীতে ফেলে দেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়