Friday, July 22

জীবনের চরম হতাশায় যে দোয়া পড়বেন


কানাইঘাট নিউজ ডেস্ক: মানুষ বিভিন্ন সময় বিভিন্ন কারণে হতাশা ও দ্বিধা দ্বন্দ্বে ভুগে। এ হতাশার সময় মানুষের উচিত আল্লাহ তাআলা নিকট সাহায্য কামনা করা। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জীবনের চরম নিরাশার সময় পড়ার একটি দোয়া শিখিয়েছেন। যা তুলে ধরা হলো- হজরত আয়িশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে শুনেছি, যে ব্যক্তি চরম নিরাশায় নিমজ্জিত হয় সে যেন বলে- উচ্চারণ : আল্লাহুম্মাগ্‌ফির্‌লি ওয়ার্‌হাম্‌নি ওয়াল্‌হিক্ব্‌নি বির্‌রাফিক্বিল আ’লা। অর্থ : হে আল্লাহ! আমাকে ক্ষমা করুন, আমার প্রতি দয়া করুন এবং আমাকে মহান বন্ধুর সঙ্গে মিলিয়ে দিন। (বুখারি) আল্লাহ তাআলা মুসলিম উম্মাহ সকল হতাশা ও নিরাশাগ্রস্ত ব্যক্তিকে বিশ্বনবির শিখানো দোয়া পড়ে হাতাশামুক্ত জীবন যাপন করার তাওফিক দান করুন। আমিন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়