কানাইঘাট নিউজ ডেস্ক:
স্যামসাংয়ের জনপ্রিয় গ্যালাক্সি সিরিজের নতুন মডেল নোট ৭-এর ফার্স্ট লুক
ফাঁস হয়ে গেল টুইটারে। ভার্জসহ একাধিক প্রথম সারির টেকনোলজি সংক্রান্ত
ওয়েবসাইটের অন্তত এমনটাই দাবি।
এবছরের অন্যতম প্রতীক্ষিত মডেলগুলির মধ্যে একটি এই গ্যালাক্সি নোট ৭।
ইভান ব্লাস নামের এক ইউজার মাইক্রো ব্লগিং সাইটে গ্যালাক্সি নোট ৭-এর ছবি ফাঁস করে দিয়েছেন। যদিও সংস্থা সূত্রে এই ছবির সত্যতা এখনও স্বীকার করা হয়নি। ছবি দেখে বোঝা যাচ্ছে, মডেলটিতে কার্ভড ফ্রন্ট স্ক্রিন ডিসপ্লে ও আইরিস স্ক্যানার রয়েছে। নীল রঙের একটি দুর্দান্ত শেডে মিলবে নতুন মডেলটি।
ইতিমধ্যেই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বাজারে একাধিক গুজব রটে গিয়েছে৷ এতে ৫.৭ ইঞ্চির স্ক্রিন মিলতে পারে। সেই সঙ্গে চোখের মণির মাধ্যমে ‘আনলক’ অপশন। চলতি বছরের সেপ্টেম্বরে আইফোনের নতুন মডেল রিলিজের আগেই এই ফোন বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে।
তখনই হয়তো সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে।
এবছরের অন্যতম প্রতীক্ষিত মডেলগুলির মধ্যে একটি এই গ্যালাক্সি নোট ৭।
ইভান ব্লাস নামের এক ইউজার মাইক্রো ব্লগিং সাইটে গ্যালাক্সি নোট ৭-এর ছবি ফাঁস করে দিয়েছেন। যদিও সংস্থা সূত্রে এই ছবির সত্যতা এখনও স্বীকার করা হয়নি। ছবি দেখে বোঝা যাচ্ছে, মডেলটিতে কার্ভড ফ্রন্ট স্ক্রিন ডিসপ্লে ও আইরিস স্ক্যানার রয়েছে। নীল রঙের একটি দুর্দান্ত শেডে মিলবে নতুন মডেলটি।
ইতিমধ্যেই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে বাজারে একাধিক গুজব রটে গিয়েছে৷ এতে ৫.৭ ইঞ্চির স্ক্রিন মিলতে পারে। সেই সঙ্গে চোখের মণির মাধ্যমে ‘আনলক’ অপশন। চলতি বছরের সেপ্টেম্বরে আইফোনের নতুন মডেল রিলিজের আগেই এই ফোন বাজারে চলে আসার সম্ভাবনা রয়েছে।
তখনই হয়তো সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়