নিজস্ব প্রতিবেদক:
ঈদের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠেছে কানাইঘাটের ঈদ বাজার। কানাইঘাটের বিপনীবিতানগুলোতে সকাল থেকে গভীর রাত অবধি চলছে বেচাকেনার ধুম। ভিড় বাড়ছে সব শ্রেণিপেশার মানুষের। সামর্থ্যরে মধ্যে পরিবারের সবাইকে পছন্দের পোশাকটি কিনে দিতে ছোটাছুটি দোকান থেকে দোকানে। তবে এবার কাপড়ের দাম বেশ চড়া বলে জানান ক্রেতারা। আর বেচাবিক্রি ভালো হওয়ায় খুশি বিক্রেতারা।
এদিকে, এবার থান কাপড়ের দোকানে বিক্রি ভালো হওয়ায় রমজানের শেষেও ব্যস্ত সময় কাটছে দর্জিদের। দিন-রাত ব্যস্ত তারা কাপড় বোনার কাজে।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়