Monday, July 25

অবশেষে অ্যানড্রয়েডে চালু হলো প্রিজমা


কানাইঘাট নিউজ ডেস্ক: আইফোনের জনপ্রিয় ফটো এডিটিং অ্যাপ অ্যানড্রয়েড ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হলো। এতদিন অ্যাপটি কেবলমাত্র আইফোনের জন্য উন্মুক্ত ছিল। প্রিজমার অ্যানড্রয়েড ভার্সন গুগল প্লে স্টোরে পাওয়া যাচ্ছে। এছাড়াও প্রিজমার ওয়েবসাইট থেকেও অ্যাপের লিংক পাওয়া যাচ্ছে। প্রিজমা অ্যাপটি যেকোনো ছবিতে আর্টওয়ার্কে রূপান্তর করতে পারে। প্রিজমা অ্যাপটিতে বেশ কিছু আর্টওয়ার্কের ফ্রেম রয়েছে। সেখান থেকে পছন্দসই ফ্রেম নির্বাচন করে ছবিকে আর্টওয়ার্কে রূপান্তর করা যায়। এরপর ছবিটি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায়। আইফোনে সবচেয়ে বেশি ডাউনলোড করা অ্যাপের মধ্যে এখন শীর্ষে প্রিজমা অ্যাপটি। আইওএস প্ল্যাটফর্মে সহজলভ্য হলেও অ্যানড্রয়েড ব্যবহারকারীরা এর জন্য অপেক্ষায় ছিলেন। ৭ মেগাবাইটের এই অ্যাপটি ২৪ জুলাই থেকে গুগল প্লো স্টোরে পাওয়া যাচ্ছে। এটি প্রথম ভার্সনের অ্যাপ। এটি অ্যানড্রয়েড ৪.১ কিংবা হালনাগাদ যেকোনো সংস্করণে চালু করা যাবে। এছাড়াও প্রিজমা ল্যাবের ওয়েবসাইটি থেকেও অ্যাপের ডাউনলোড লিংক পাওয়া যাবে। প্রিজমা অ্যাপে ডাউনলোড করার লিংক: https://play.google.com/store/apps/details?id=com.neuralprisma

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়