সিলেট, সোমবার, ২৫ জুলাই ২০১৬ :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার পতনঊষারের বৈদ্যনাথপুরে এক প্রতিবন্ধি কিশোরী ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে।
সোমবার দুপুরে এ ধর্ষনের ঘটনাটি ঘটে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জসিম মিয়া নামের এক জনকে আটক করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য জমসেদ মিয়া জানান, বৈদ্যনাথপুর গ্রামের মনা উল্ল্যার মেয়ে স্বপ্না ( ছদ্ধ নাম) (১৭) কে পাশের বাড়ীর মৃত নাজিম মিয়ার ছেলে ২ সন্তানের জনক জসিম মিয়া একা পেয়ে বাড়ীর পাশে ঝোঁপের মধ্যে ধর্ষন করে।
ঘটনার খবর পেয়ে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবু সায়েমের নেতৃত্বে পুলিশ জসিম মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। ধর্ষিত কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. বদরুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য জসিম মিয়া নামের একজনকে আটক করা হয়েছে। পরবর্তীতে মেয়ে পক্ষ অভিযোগ করলে মামলা হবে।
খবর বিভাগঃ
অপরাধ বার্তা
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়