Monday, July 25

১৬ সেপ্টেম্বরে আসছে আইফোন ৭


কানাইঘাট নিউজ ডেস্ক: সেপ্টেম্বরে বাজারে আসছে অ্যাপলের নতুন প্রজন্মের আইফোন ৭। ফোনটি বাজারে আসার সম্ভাব্য তারিখ ১৬ সেপ্টেম্বর। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইটগুলোর বরাত দিয়ে জানা যায়, ১৬ সেপ্টেম্বর অ্যাপল তাদেরে ইভেন্টে আইফোনের তিনটি মডেল অবমুক্ত করবে। এগুলো হলো আইফোন ৭, আইফোন ৭ প্লাস এবং আইফোন ৭ প্রো। প্রযুক্তির খবর রটানোকারী টিপস্টার ইভান ব্লাস টুইটারে এক বার্তায় জানান, অ্যাপল তাদের পরবর্তী প্রজন্মের ফোন আইফোন ৭ ১৬ সেপ্টেম্বর শুক্রবার অবমুক্ত করতে যাচ্ছে। অ্যাপলের নতুন ফোনে ডুয়েল ক্যামেরা থাকবে। এছাড়াও নতুন ফোনের ডিজাইনেও কিছুটা পরিবর্তন আনা হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়