Wednesday, July 6

সিলেটে শেষ মুহুর্তে আতর-টুপির দোকানে ভিড়


কানাইঘাট নিউজ ডেস্ক: ঈদ প্রস্তুতির শেষ পর্বের কেনাকাটায় থাকে সুরমা, আতর, টুপি। ঈদের নামাজ পড়তে তাই শেষ মুহুর্তে সিলেটে আতর, সুরমা, টুপির দোকানে ভিড় জমিয়েছেন ক্রেতারা। এই কেনাকাটা চলবে ঈদের দিন নামজের আগ মুহূর্ত পর্যন্ত। ঈদের দিন সকালে নতুন পায়জামা-পাঞ্জাবির সঙ্গে দরকার সুরমা, আতর, টুপি, তসবি আর জায়নামাজের। একমাস সিয়াম সাধনার পর ঈদের নামাজে আতর ও সুরমার ব্যবহার একদিকে যেমন সুন্নত আদায় হয়, তেমনি সুগন্ধির কারণে মনে একটা প্রফুল্ল ভাব আসে। শিশু থেকে বৃদ্ধ- সবাই ঈদের এই দিনে চোখে সুরমা টেনে গায়ে খুশবু মেখে নামাজ পড়তে পছন্দ করেন। সে কারণে ঈদের ঠিক আগের দিন সিলেটে বিভিন্ন আতর, টুপি, সুরমা, তসবি, জায়নামাজ বিক্রির দোকানে ভিড় করছেন ধর্মপ্রাণ মুসল্লিরা। সিলেট নগরীর কুদরত উল্লাহ মার্কেটের দেশে বানানো টুপির পাশাপাশি পাওয়া যাচ্ছে চীন, ভারত, পাকিস্তান ও দুবাইয়ের টুপি। ১০ টাকা থেকে শুরু করে ২ হাজার টাকার টুপিও বিক্রি হচ্ছে। হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর দরগাহের আশপাশ এলাকাস্থ আতর, টুপির দোকানগুলোতে যথেষ্ট ভিড় রয়েছে। এছাড়া নগরীর বিভিন্ন মার্কেটে, এমনকি ফুটপাতেও বিক্রি হচ্ছে টুপি, আতর, তসবি প্রভৃতি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়