কানাইঘাট নিউজ ডেস্ক: র্যাব-৯ এর অভিযানে দক্ষিণ সুরমার হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে ৫৭৬ পিস ইয়াবাসহ গ্রেফতারকৃত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত আসামীর নাম মোঃ আবুল হোসেন (৫৫)। সে শাহপরান থানাধীন পশ্চিম বহর গ্রামের মৃত নুর মোহাম্মদের পুত্র।
মঙ্গলবার রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, স্পেশাল কোম্পানী, সিলেট ক্যাম্পের একটি আভিযানিক দল এএসপি মোহাম্মদ জিয়াউল হক এর নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোমিন খোলাস্থ বাইপাস রোডের পার্শে^ আলতাফ মিয়ার গ্যারেজের সামনে পাকা রাস্তার উপর থেকে ৫৭৬ পিস ইয়াবা সহ ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। সে দীর্ঘদিন যাবৎ সিলেট জেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রয় করে আসছিল। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে এসএমপি’র দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়