ঢাকা: বিয়ের পর এই প্রথম আনুষ্ঠানিকভাবে শ্বশুরবাড়ি গেলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। ২৫ মে পারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেন তিনি। ঘরোয়াভাবে বিয়ের আনুষ্ঠানিকতা করা হয়। তখন মাহি জানিয়েছিলেন, ঘটা করে তার বিয়ের অনুষ্ঠান হবে। স্বামীর হাত ধরে শ্বশুরবাড়ি যাবেন। মাহি তার কথা রেখেছেন। গতকাল বুধবার ঢাকা সেনানিবাসের সেনামালঞ্চ মিলনায়তনে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়। এর পর আজ সকালে শ্বশুরবাড়ি সিলেটে যান মাহি। এর আগে ১৭ জুলাই মাহির গ্রামের বাড়িতেও বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছিল।
গতকাল রাতে মাহি বলেন, ‘সিলেটেই আমরা হানিমুন করে ফেলবো। এমন অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত জায়গা আছে আমাদের দেশে। এখানে আমাদের বাড়ি। এটাই তো হানিমুনের জন্য যুতসই।’
মাহি আরও বলেন, ‘শ্বশুরবাড়ি যাচ্ছি। তাই স্নায়ুচাপে আছি। শ্বশুবাড়িতে গিয়ে কী কী করবো, কীভাবে থাকবো, কোনদিকে তাকাবো, ওখানকার লোকজন আমাকে কীভাবে নেবেন, এসব নিয়েই স্নায়ুচাপ।
এদিকে বিয়ের জন্য মাহি শুটিং থেকে দুই মাস বিরতি নিয়েছেন।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়