Sunday, July 24

চীনা ৩ সাংবাদিককে ফেরত পাঠাল ভারত

চীনা ৩ সাংবাদিককে ফেরত পাঠাল ভারত

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারত থেকে চীনের রাষ্ট্রীয় সংবাদসংস্থা সিনহুয়ার তিন সাংবাদিককে চলে যেতে বলেছে দেশটির সরকার। ভিসার মেয়াদ না বাড়িয়ে আগামী ৩১ জুলাইয়ের মধ্যে ভারত ছাড়তে বলা হয়েছে তাদের।

সিনহুয়ার ওই তিন সাংবাদিক হলেন- নয়াদিল্লির সিনহুয়া ব্যুরো চিফ উ কিয়াং, মুম্বাইয়ের দুই প্রতিবেদক ট্যাং লু এবং ম্যা কিয়াং। জানুয়ারিতে তাদের ভিসার মেয়াদ শেষ হয়। এরপর তারা কয়েক দফা মেয়াদ বাড়িয়ে দেশটিত অবস্থান করছিলেন।

ভারতের কর্তৃপক্ষ জানিয়েছে, ওই তিন সাংবাদিকের পরিবর্তে চীন অন্য সাংবাদিক পাঠাতে পারবে। নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে ভারতের অন্তর্ভুক্তিতে চীনের বিরোধিতার কারণেও ওই সাংবাদিকদের বের করে দেয়া হচ্ছে না বলে জানিয়েছে ভারত।

বিভিন্ন ইস্যুতে দিল্লি ও বেইজিংয়ের মধ্যে চলা টানাপোড়েনে নতুন মাত্রা যোগ করেছে সাংবাদিক বহিষ্কারের এ ঘটনা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়