শ্রীমঙ্গল প্রতিনিধি, রবিবার, ২৪ জুলাই ২০১৬ :: মৌলভীবাজারের কমলগঞ্জে স্বামীর কুড়ালের কুপে নিহত হয়েছে এক নারী চা শ্রমিক চার সন্তানের জননী। রহিমপুর ইউনিয়নের মৃর্ত্তিঙ্গা চা বাগানের মাদ্রাজী টিলার শ্রমিক বস্তিতে পারিবারিক কলহের জের ধরে হত্যার পর স্ত্রীর মৃতদেহ ঘরের ভিতর রেখে দরজা বন্ধ করে ঘাতক স্বামী পালিয়ে যায়।
মৃর্ত্তিঙ্গা চা বাগান সূত্রে জানা যায়, মাদ্রাজী টিলার শ্রমিক বস্তির হরিকিশোর তাঁতি (৩৮) রোববার বেলা ১.৩০টায় কুড়াল দিয়ে কুপিয়ে স্ত্রী রমনী তাঁতি (৩২) কে হত্যা করে লাশ ঘরের ভিতর রেখে দরজা বন্ধ করে পালিয়ে যায়। নিহত রমনী তাঁতির ২ ছেলে ও ২ মেয়ে রয়েছে। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
মৃর্ত্তিঙ্গা চা বাগানের স্থানীয় ইউপি সদস্য ধনা বাউরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে এ ঘটনাটি ঘটেছে।
মৌলভীবাজারের সিনিয়র সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোল্লা মোহাম্মদ শাহীন স্বামীর হাতে স্ত্রী (নারী চা শ্রমিক) নিহত হওয়ার ঘটনা স্বীকার করে বলেন, পুলিশ এ ব্যাপারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে। ঘাতক স্বামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়