Sunday, July 24

তিন মেডিকেলে ছাত্রলীগের কমিটি অনুমোদন


ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ, শহীদ সোহরাওয়ার্দী, স্যার সলিমুল্লাহ মেডিকেল এবং বেসরকারি মেডিকেল কলেজগুলো নিয়ে ঢাকা চিকিৎসা বিজ্ঞান শাখার কমিটি অনুমোদন করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। রবিবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয় আগামী এক বছরের জন্য এ কমিটিগুলোর অনুমোদন দেয়া হয়েছে। রায়হান ইসহাতকে সভাপতি ও আশিকুর রহমান আকাশকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) শাখা। চার সদস্যের কমিটিতে সহ-সভাপতি অপূর্ব দাশ মহলদার ও যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন তন্ময় বিশ্বাস। শহীদ ড. ফজলে রাব্বী হলের সভাপতি নির্বাচিত হয়েছেন শিমুল রজন দে ও সাধারণ সম্পাদক মো. আল আমিন। মেয়েদের শহীদ ড. আলীম ও ড. মিলন হলে যৌথভাবে নুরুন্নাহার লিপি, সুমাইয়া তাজিন প্রিমাকে সভাপতি ও সাধারণ সম্পাদক নিযুক্ত করা হয়েছে। এছাড়াও ঢাকা মেডিকেল কলেজের অধীনস্থ ঢাকা নার্সিং কলেজে আগামী তিন মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক মোখলেসুর রহমান শাহীন, যুগ্ম সাধারণ সম্পাদক যথাক্রমে রাশেদুল ইসলাম তাহের, বাবু ও সাদ উদ্দিন ত্বহা। ঢাকা চিকিৎসা বিজ্ঞান জেলা শাখায় শরীফ ইসলামকে সভাপতি ও পার্থ সারথী দাশকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ছয় সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির দুই সহসভাপতি হলেন কৌশিক হাসান ও রিয়াজুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাক ফয়সাল আহমেদ সিফাত ও সাংগঠনিক সম্পাদক মেহেদী শাহরিয়ার রিহান। রাতুল শিকদারকে সভাপতি ও অচিন্ত্য কুমার কীর্তনীয়কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে সলিমুল্লাহ মেডিকেল কলেজের কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। কলেজ কমিটি ছাড়াও অনুমোদন দেয়া হয়েছে চার ছাত্রবাসার কমিটিও। প্রধান ছাত্রবাসের সভাপতি দিব্যেন্দু রায় রাজীব ও সাধারণ সম্পাদক দীপাঞ্জন সাহা। আলাউদ্দিন হোস্টেলের সভাপতি জয়দ্বীপ সরকার জয় ও সাধারণ সম্পাদক ইশতিয়াক আহমেদ কিবরিয়া। আব্দুল্লাহ আল মামুনকে সভাপতি ও রাজিউর রহমান রাজুকে ডেন্টাল হোস্টেলে সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে। রোমানা ছাত্রী হোস্টেলের সভাপতি নাহিদা হক স্মৃতি ও সাধারণ সম্পাদক নাফিজা নূর নিতা। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের শাকিল হোসাইনকে সভাপতি ও সালেহ মোহাম্মদ আতিককে সাধারণ সম্পাদক মনোনিত করেছে কেন্দ্রীয় কমিটি। এ শাখার ডেন্টাল ইউনিটের সভাপতি নাঈম চৌধুরী ও সাধারণ সম্পাদক সানাউল্লাহ মোল্লা স্বপন। ছাত্রাবাসের সভাপতি মোহাম্মদ এনায়েত উল্লাহ ও সাধারণ সম্পাদক মুজাদ্দিদ রহমান কাশফি, ছাত্রীহলের সভাপতি নীগার সুলমানা মৌলি ও সাধারণ সম্পাদক রিহাম শবনম। (ঢাকাটাইমস/

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়