Sunday, July 3

নিহত তিন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে

নিহত তিন বাংলাদেশির পরিচয় নিশ্চিত হওয়া গেছে

কানাইঘাট নিউজ ডেস্ক: গুলশানের হলি আর্টিজান রেস্টুরেন্টে সন্ত্রাসীদের হামলায় নিহত ২০ জিম্মির মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক।

বাংলাদেশি তিনজনের নিহত হওয়ার বিষয়টি তাদের পরিবারের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। অন্য এক বাংলাদেশির মৃত্যুর খবর বলা হলেও তা নিশ্চিত করা যায়নি।

এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ গতকাল এক টুইটার বার্তায় জানান, গুলশানে নিহতদের মধ্যে তারুশি (১৯) নামের ভারতীয় এক তরুণী রয়েছেন।

নিহত বাংলাদেশিরা হলেন- ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানের নাতি ফাইয়াজ হোসেন, ঢাকার একটি আর্ট গ্যালারির সাবেক প্রধান ইশরাত আখন্দ ও ল্যাভেন্ডারের মালিকের নাতনী অবিন্তা কবীর।

বিভিন্ন সূত্রে জানা যায়, শুক্রবার রাত পৌনে ৯টার দিকে রেস্তোরাঁয় প্রবেশ করে সন্ত্রাসীরা। এ সময় তারা 'আল্লাহু আকবার' শ্লোগান দিয়ে হামলা চালায়। এতে সন্ত্রাসীদের হাতে ২২ জন নিহত হয়। শনিবার সকালে যৌথ বাহিনীর কমান্ডো অভিযানে হামলাকারী ছয় সন্ত্রাসী নিহত হয়।



শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়