কানাইঘাট নিউজ ডেস্ক:
'প্রেমে পড়া ভালো‚ কিন্তু তা যখনই কোন সম্পর্কের মধ্যে পড়ে প্রেম শেষ হয়ে
যায়' এই মন্তব্য বলিউডের বাদশা শাহরুখ খানের। বলিউডের 'কিং অফ রোমান্স' এর
মুখে এরকম মন্তব্য শুনে অবাক সবাই।
সম্প্রতি শাহরুখ এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, 'সম্পর্ক ভালোবাসা শেষ করে দেয়। সম্পর্ক হওয়া মানেই তাতে বহু শর্ত আসবে। আর শর্ত আসা মানেই ভুল বোঝাবুঝির সূত্রপাত হবে। সম্পর্ক হওয়া মানেই প্রত্যাশা। ভালোবাসা কোনদিন অন্যরা কী প্রত্যাশা করছে তার ওপর টিকে থাকতে পারে না। আমার মতে ওই সম্পর্কগুলো সব থেকে ভালো হয় যাতে কোন শর্ত বা প্রত্যাশা থাকে না। আমার বহু লোকের সঙ্গে প্রেম হয়, কিন্তু তাদের সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি না।'
শাহরুখের এই মন্তব্য শোনার পরেই বি-টাউনে জোর গুঞ্জন শুরু হয়েছে। এক সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বেশ গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন কিং খান। শাহরুখ কি তবে সেদিকে ইঙ্গিত করলেন!
সম্প্রতি শাহরুখ এক সাক্ষাৎকারে এই বিষয় নিয়ে কথা বলেন। তিনি বলেন, 'সম্পর্ক ভালোবাসা শেষ করে দেয়। সম্পর্ক হওয়া মানেই তাতে বহু শর্ত আসবে। আর শর্ত আসা মানেই ভুল বোঝাবুঝির সূত্রপাত হবে। সম্পর্ক হওয়া মানেই প্রত্যাশা। ভালোবাসা কোনদিন অন্যরা কী প্রত্যাশা করছে তার ওপর টিকে থাকতে পারে না। আমার মতে ওই সম্পর্কগুলো সব থেকে ভালো হয় যাতে কোন শর্ত বা প্রত্যাশা থাকে না। আমার বহু লোকের সঙ্গে প্রেম হয়, কিন্তু তাদের সঙ্গে আমি সম্পর্কে জড়িয়ে পড়ি না।'
শাহরুখের এই মন্তব্য শোনার পরেই বি-টাউনে জোর গুঞ্জন শুরু হয়েছে। এক সময় প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে বেশ গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন কিং খান। শাহরুখ কি তবে সেদিকে ইঙ্গিত করলেন!
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়