নিজস্ব প্রতিবেদক:
জাতীয় ছাত্র সমাজ কানাইঘাট ৮নং ঝিঙ্গাবাড়ী ইউপি শাখার উদ্যোগে এক ইফতার মাহফিল ও আলোচনা সভা রবিবার বিকেল ৪টায় স্থানীয় মুকিগঞ্জ বাজারে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ইউপি ছাত্র সমাজের সভাপতি মাহফুজ এলাহী মিলনের সভাপতিত্বে ও ছাত্র সমাজ নেতা সুলতান মাহমুদের পরিচালনায় উক্ত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সিনিয়র সহ সভাপতি কিউএম ফররুখ আহমদ ফারুক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা জাতীয় যুব সংহতির সাধারণ সম্পাদক শামীম আহমদ, উপজেলা ছাত্র সমাজের সভাপতি আজাদ সাধীন, যুব সংহতির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া আহমদ। বক্তব্য রাখেন, ছাত্র সমাজ নেতা আব্দুল্লাহ, রাসেল, ওদুদ, শুক্কুর, ইমরান, ফাহিম, মাহমুদ হাসান, জহির উদ্দিন, মুফিজ প্রমুখ। ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে কিউএম ফররুখ আহমদ ফারুক বলেন, সিলেট-৫ কানাইঘাট-জকিগঞ্জ আসনের সংসদ সদস্য বিরোধী দলীয় হুইপ আলহাজ্ব সেলিম উদ্দিনের নেতৃত্বে কানাইঘাটে যে উন্নয়নের নব জাগরন শুরু হয়েছে তা জনসাধারণের মাঝে তুলে ধরার জন্য ছাত্র সমাজেরে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। সেই সাথে কানাইঘাটে ছাত্র সমাজের ছায়াতলে ছাত্রদেরকে সুসংগঠিত করার জন্য সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।
খবর বিভাগঃ
প্রতিদিনের কানাইঘাট
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়