Monday, June 13

ফ্লোরিডা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ফ্লোরিডা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় সন্ত্রাসী হামলায় ৫০ জন নিহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে পাঠানো এক বার্তায় এ নিন্দা জানিয়ে শেখ হাসিনা সন্ত্রাস ও সহিংস জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী তার চিঠিতে বলেন, ‘ফ্লোরিডার অরলেন্ডোতে একটি কমিউনিটি ক্লাবে প্রাণঘাতী সন্ত্রাসী হামলায় ৫০ জনের প্রাণহানি এবং বহু মানুষ আহত হওয়ার ঘটনায় আমি গভীরভাবে শোকাহত এবং মর্মাহত।’

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি কঠোর ভাষায় এ সন্ত্রাসী হামলার নিন্দা জানাই। যে কোনো প্রকার সন্ত্রাস ও সহিংস উগ্রবাদের বিরুদ্ধে আমার সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করছি। আমার সরকার এবং জনগণ এ কঠিন সময়ে আপনার সরকার এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বন্ধুপ্রতিম জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়িয়ে আছে এবং পুনর্ব্যক্ত করছে যে, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে আপনাদের সঙ্গে অংশীদার হিসেবে কাজ করবে।’

শেখ হাসিনা চিঠিতে আরও বলেন, ‘যে বর্ণ, গোত্র, অরিয়েন্টেশন থেকে আসুক না কেন সন্ত্রাসীকে সন্ত্রাসী হিসেবেই চিহ্নিত করতে হবে। আসুন আমরা আমাদের শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা থেকে এই ঘৃণার মাধ্যমকে নির্মূল করতে আমাদের সম্মিলিত প্রচেষ্টাকে দ্বিগুণ করি।’

চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘এ দুষ্কর্মের ফলে যারা ভিকটিম হয়েছেন তাদের পরিবারবর্গ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি আমরা গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি। সন্ত্রাসী হামলায় প্রতিটি প্রাণহানিতে আমাদের হৃদয়ে বেদনা এবং ক্ষোভে রক্তক্ষরণ হয়।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়