Sunday, June 12

লাস ভেগাসে সেরেনার সঙ্গে নেইমার!

লাস ভেগাসে সেরেনার সঙ্গে নেইমার!

কানাইঘাট নিউজ ডেস্ক: মার্কিন যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অবসর কাটাচ্ছেন ব্রাজিলিয়ান সুপার স্টার নেইমার। সেখানে মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসকে পেয়ে এক সঙ্গে ছবিও তোলেন তারা। সেরেনার ইনস্টাগ্রামে গতকাল দেখা গেছে দুই তারকার ছবি।

গত মৌসুমে লা লিগা ও কোপা ডেল রে’র শিরোপা জিতেছেন নেইমার। শতবর্ষী কোপা আমেরিকায় তাকে দলে নেয়া হয়নি। অলিম্পিকে খেলবেন বলে তাকে বিশ্রাম দেয়া হয়েছে। আর সেই সুযোগ লাস ভেগাসে গেছেন ২৪ বছর বয়সী এই ফুটবলার।

এদিকে ফেঞ্চ ওপেন শেষ করে অবসর সময় কাটাচ্ছেন সেরেনা উইলিয়ামস। নেইমারকে পেয়ে ভালোই সময় কাটালেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা। ব্রাজিলীয় ফুটবলেরর সঙ্গে ছবি তুলে নিজে সেটা ইনস্টাগ্রামে আপলোড করেছেন। যেখানে ক্যাপশন হিসেবে লিখেছেন, ‘মৌসুমের জন্য প্রস্তুত হও। তোমরা জান না যে নেইমার জুনিয়র কখন তার শো দেখাবে।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়