তথ্য-প্রযুক্তি ডেস্ক:
স্যামসাংয়ের দুইটি হ্যান্ডসেটের মূল্য কমিয়েছে স্যামসাং মোবাইল বাংলাদেশ। একটির মডেল গ্যালাক্সি জে২। অন্যটি গ্যালাক্সি জে৫। একই সঙ্গে
নতুন মূল্য অনুযায়ী গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন ফোনের মূল্য ১ হাজার টাকা কমিয়ে রাখা হয়েছে ১৫ হাজার ৯০০ টাকা। গ্যালাক্সি জে২ হ্যান্ডসেটের প্রোমোশনাল মূল্য ১০ হাজার ৪৯০ টাকা। ফোনটির
পূর্বমূল্য ছিল ১১ হাজার ৪৯০ টাকা।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল হাসান মেহেদী বলেন, ‘এই রকম প্রোমোশনাল অফারের মাধ্যমে আমাদের গ্রাহকরা আকর্ষণীয় মূল্যে সেরা প্রযুক্তি ব্যবহারের সুযোগ পাবেন।
এই অফার শুধুমাত্র অনুমোদিত স্যামসাং স্টোরসমূহ থেকে কেনা স্যামসাং গ্যালাক্সি জে২ এবং গ্যালাক্সি জে৫ ২০১৫ এডিশন হ্যান্ডসেটগুলোতে পাওয়া যাবে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়