Friday, June 10

শিগগিরই গ্রিন কার্ড দেবে জাপান!

শিগগিরই গ্রিন কার্ড দেবে জাপান!

কানাইঘাট নিউজ ডেস্ক: নতুন নীতিতে সবচেয়ে কম সময়ে দক্ষ অভিবাসীদের স্থায়ী বসবাসের অনুমতিপত্র হিসেবে গ্রিন কার্ড দেওয়ার উদ্যোগ নিয়েছে জাপান। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের 'বাৎসরিক নীতি পরিবর্তন তালিকায়' বিদেশি শ্রমিকদের জন্য আইন সহজ করার কথা বলা হয়েছে।

ওয়াল স্ট্রিট জার্নাল অনলাইনের এ তথ্য জানানো হয়।

সূত্রে জানা যায়, কর্মী সংকটে থাকা নার্সিং হোম এবং টোকিও অলিম্পিক ২০২০- এর অবকাঠামো নির্মাণ খাতে আরো বিদেশি শ্রমিক নেওয়ার পরিকল্পনা করেছে তারা। বিদেশি শিক্ষার্থীদের জাপানে থাকার আনুপাতিক হার আগের তুলনায় বাড়ানো হবে। যেসব বিদেশি শিক্ষার্থী তাদের পড়াশোনা শেষ করে জাপানে থাকতে চায়, তাদের কাজের সুযোগ বাড়ানো হবে। বর্তমানে ৩০ শতাংশ বিদেশি শিক্ষার্থীদের পড়াশোনা শেষে জাপানে থাকার অনুমতি দেওয়া হয়। এটি বাড়িয়ে ৫০ শতাংশ করার টার্গেট নেওয়া হয়েছে।

জাপানের বিচার মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষ বিদেশি পেশাজীবীদের স্থায়ী বসবাসের অনুমতি দেওয়ার প্রক্রিয়া ২০১২ সালে শুরু হলেও ২০১৫ সাল পর্যন্ত মাত্র ৪ হাজার ৩৪৭ জন এ সুবিধা গ্রহণ করতে পেরেছেন।

তোশিহিরো মেনজু মনে করেন, স্থায়ীভাবে জাপানে বসবাস করার বিষয়টি হয়তো যথেষ্ট আকর্ষণীয় নয়। তবে প্রধানমন্ত্রী শিনজো আবে বিদেশি শ্রমিকদের স্থায়ী বসবাসের অনুমতিপত্র হিসেবে গ্রিন কার্ড দেওয়ার কথা বলেছেন।

জুলাই মাসে জাপানে সংসদ নির্বাচন হবে। এ নির্বাচনকে সামনে রেখে বিদেশি শ্রমিক বাড়ানোর পরিকল্পনায় অংশ নিয়েছে শিনজো আবের ক্ষমতাসীন দল লিবারেল ডেমোক্রেটিক পার্টি। ক্ষমতাসীন দল জানিয়েছে, কিছু কিছু এলাকায় শ্রমশক্তির মারাত্মক প্রভাব পড়ছে। তাদের দাবি, জাপানিরা একাই তাদের দেশের শ্রমশক্তির চাহিদা মেটাতে অপারগ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়