গোয়াইনঘাট প্রতিনিধি, শনিবার, ১১ জুন ২০১৬ :: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নে গোল্ডেন হারভেষ্ট ডেইরী লিমিটেডে পাওয়া যাচ্ছে গরুর খাঁটি দুধ। যার লিটার প্রতি মূল্য রাখা হচ্ছে ৫০ টাকা।
গোল্ডেন হারভেষ্ট কোম্পানীর পরিচালনাধীন একটি প্রতিষ্ঠান গোল্ডেন হারভেষ্ট ডেয়রী লিমিটেড। ৫২টি গরু নিয়ে গড়ে ওঠা ওই খামারে প্রতিদিন ২৫০ লিটার থেকে ৩০০ লিটার দুধ সংগ্রহ হয়।
গোল্ডেন হারভেষ্ট ডেইরী লিমিটেড’র প্রজেক্ট ম্যানেজার আব্দুল মান্নান জানান, বাজারে সকল প্রকার দুধে ভেজাল রয়েছে। গ্রাহকদেরকে ভেজাল মুক্ত খাঁটি দুধ প্রদানের লক্ষ্যে গোল্ডেন হারভেষ্ট কোম্পানী গড়ে তুলেছে গোল্ডেন হারভেষ্ট ডেইরী ফার্ম। যেখানে বর্তমানে ৫২টি গাভী রয়েছে। এর মধ্যে ২২টি গাভী থেকে প্রতিদিন সংগ্রহ করা হয় ২৫০ থেকে ৩০০ লিটার দুধ। প্রয়োজনে খাঁটি নিশ্চয়তার লক্ষ্যে ক্রেতার উপস্থিতিতেই দোহন করে দুধ প্রদান করা হয়। তিনি জানান, স্থানীয়দের জন্য ৫০/৬০ টাকা এবং সিলেট শহরে ৬৫/৭০ টাকা মূলে প্রতি লিটার বিক্রি করা হচ্ছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়