Thursday, June 2

ট্রাম্প প্রতারক : হিলারি


কানাইঘাট নিউজ ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পকে প্রতারক বলেছেন হিলারি ক্লিনটন। এ সম্পর্কে এক মন্তব্যে হিলারি বলেন, ট্রাম্প তার পরিচালিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেভাবে প্রতারিত করছেন ঠিক সেভাবেই তিনি মার্কিন নাগরিকদেরও প্রতারিত করতে চাইছেন। সাম্প্রতিক সময়ে প্রকাশিত কিছু নথির ওপর ভিত্তি করেই হিলারি ট্রাম্প সম্পর্কে এ ধরনের মন্তব্য করেন। হিলানি বলেন, বহু প্রমাণ আছে যার মাধ্যমে প্রমাণিত হয় যে, ট্রাম্প একজন প্রতারক। যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্রেট দলের মনোনয়ন প্রার্থী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন নিজ নিজ দল থেকে মনোনয়নের দৌঁড়ে এগিয়ে আছেন। এই দু`জনের মধ্য থেকে যে কোনো একজনই নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হবেন বলে ধারণা করা হচ্ছে। তবে নিজেদের নির্বাচনী প্রচারণায় একে অন্যকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে বার বারই সমালোচনায় এসেছেন এই দুই প্রেসিডেন্ট প্রার্থী।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়