Saturday, June 11

গাছবাড়ীতে লোডশেডিংয়ের প্রতিবাদে বিদ্যুৎ অফিস ঘেরাও


নিজস্ব প্রতিবেদক: কানাইঘাট জুড়ে পল্লীবিদ্যুতের অব্যাহত লোড শেডিংয়ে অতিষ্ট হয়ে উঠেছেন বিদ্যুৎ গ্রাহকরা। শনিবার ইফতারের সময় সহ দিন ও রাতের অধিকাংশ সময় বিদ্যুৎ না পেয়ে বৃহত্তর গাছবাড়ী এলাকার সর্বস্তরের বিুক্ষুদ্ধ লোকজন গাছবাড়ী বাজারস্থ পল্লী বিদ্যুৎ কানাইঘাট জোনাল অফিসের-২ এর আঞ্চলিক অভিযোগ কেন্দ্র ইফতারের পর প্রায় ৩ ঘন্টা ঘেরাও করে রাখেন। এসময় কানাইঘাট- গাছবাড়ী বোরহান উদ্দিন রোডে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একপর্যায়ে বাণীগ্রাম ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান আ’লীগ নেতা মাসুদ আহমদ সেখানে গিয়ে উপস্থিত হয়ে বিক্ষুদ্ধ লোকজনকে শান্ত করেন। তিনি অব্যাহত লোড শেডিংয়ের বিষয়টি সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর কানাইঘাট জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লা এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া ও কানাইঘাট থানার ওসি হুমায়ুন কবিরকে অবহিত করেন। আগামীকাল রবিবার সিলেট পল্লীবিদ্যুৎ সমিতি-২ এর জিএম এর সাথে এ নিয়ে বৈঠক অনুষ্ঠিত হবে বলে চেয়ারম্যান মাসুদ আহমদ কানাইঘাট নিউজকে জানিয়েছেন। দীর্ঘ কয়েক মাস ধরে এমনিতেই পল্লীবিদ্যুতের ঘন ঘন লোডশেডিং কানাইঘাট জুড়ে অব্যাহত ছিল। পবিত্র রমজান মাসের শুরুতেই লোডশেডিং আরো তীব্র আকার ধারন করেছে। ইফতারের পূর্বে, ইফতারের সময়, সেহরির সময় ও তারাবির নামাযের সময় বিদ্যুৎ আসা যাওয়া করে। কোন কোন এলাকায় ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকে না এমনও বহু অভিযোগ রয়েছে। বিদ্যুতের এ অব্যাহত লোড শেডিং এর কারনে ব্যবসা বাণিজ্য জন জীবন স্থবির হয়ে পড়েছে। এ ব্যাপারে কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম নজরুল ইসলাম মোল্লার সাথে যোগাযোগ করা হলে তিনি কানাইঘাট নিউজকে বলেন, গাছবাড়ী এলাকায় বিদ্যুৎ লাইনের কাজ চলছে। যার কারনে বিদ্যুৎ সরবরাহ কিছুটা বিঘ্নিত হচ্ছে। বিষয়টি আমরা সমাধানে চেষ্টা করে যাচ্ছি। 
 কানাইঘাট নিউজ ডট কম

শেয়ার করুন

1 comment:

  1. DGM ekta tablig premik manush. Tobe se nije ekta chotuspodi jontu. Phon dile phon kete dei. Otake chari theke obbahoti dewa dorkar

    ReplyDelete

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়