কানাইঘাট নিউজ ডেস্ক:
ফেসবুক শরু হয়েছে কতদিন হলো? এমন প্রশ্নের উত্তর জানতে চাইলে হয়তো অনেকেই বলবেন মনে নেই নিশ্চই। এ হিসাব আর কে রাখে! কিন্তু এটা কী আপনার জানা আছে যে ফেসবুকের ‘প্রথম ফেস’ মানে প্রথম আইডিটা কার ছিল? এমন প্রশ্নের উত্তর হয়তো অনেকেই বলবেন মার্ক জুকারবার্গ। না, আপনার উত্তরটি সঠিক নয়। তহলে ফেসবুক সম্পর্কে জেনে নেয়া যাক এইরকম বেশ কয়েকটা অদ্ভুত ও মজার তথ্য-
১) ফেসবুকের ‘প্রথম ফেস’ বা আইডিটা ছিল আল পাচিনো নামের এক ভদ্র লোকের। শূন্য আর এক সংখ্যা দিয়ে তৈরী আল পাচিনোর একটা ঝপসা ছবি দেখতে পাওয়া যেত ফেসবুকের হোমপেজে।
২) প্রতিদিন ৬ লক্ষবার ফেসবুকের বিভিন্ন অ্যাকাউন্ট হ্যাক করার চেষ্টা করা হয়!
৩) স্মার্টফোন ব্যবহারকারীরা দিনে অন্ত ১৪ বার ফেসবুকে লগ ইন করেন!
৪) আপনি ফেসবুক থেকে লগ আউট করার পরও ফেসবুক নজরদারি করে যে আপনি কোন কোন ওয়েবসাইটে যাচ্ছেন!
৫) ফেসবুকে অন্তত ৩০ মিলিয়ান মৃত ব্যক্তি আছেন। মানে তাদের নামে অ্যাকাউন্ট রয়েছে।-জিনিউজ
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়