Thursday, June 30

ক্রিকেট ম্যাচে মা-ছেলে!


কানাইঘাট নিউজ ডেস্ক: একই দলের হয়ে পিতা-পুত্রের মাঠে নামার কাহিনী পৃথিবীতে নেহাত কম নয়। কিন্তু এই প্রথম শোনা গেল, একই দলে মা-ছেলের ক্রিকেট খেলার কথা! বিরল এই ঘটনটি কিন্তু নামমাত্র পাড়ার ক্রিকেটে নয়। ইংল্যান্ডের জেলা প্রিমিয়ার ডিভিশনে এই ঘটনা ঘটেছে! মিসেস স্মিথ (৪৭) তার ছেলে লুককে স্টেডিয়ামে ছাড়তে আসেন। কিন্তু মাঠে পৌঁছে দেখেন ছেলের দল মহা চিন্তায়। কারণ তাদের একজন খেলোয়াড় তখনো এসে পৌঁছাননি। তিনি আসতেও পারবেন না। উপায়ন্তর না দেখে ১৪ বছর বয়সী লুকের মা প্রস্তাব দেন দল চাইলে তিনি মাঠে নামবেন! শেষ পর্যন্ত নেমেই পড়েন। মিসেস স্মিথের বাবা একসময় ক্রিকেট খেলতেন। সেটা ১৯৪০ সালের কথা। স্মিথ নিজেও স্থানীয় একটি ক্লাবের মেয়েদের দলের প্রতিনিধিত্ব করতেন। বিয়ের পর সংসার নিয়ে ব্যস্ত হয়ে পড়ায় খেলা ছেড়ে দেন। ‘এটা আমার কাছে গর্ব করার মতো ব্যাপার। মেয়েদের ক্লাবে খেলেছি। কিন্তু এই প্রথম ছেলেদের দলের হয়ে খেললাম। আর সেটা সন্তানের দল হওয়ায় বেশি ভালো লাগছে।’ বলেন স্মিথ। স্মিথের স্বামী মানে লুকের বাবাও ক্রিকেটের সঙ্গে জড়িত। দ্বিতীয় বিভাগ ক্রিকেটে আম্পায়রিং করেন তিনি। ক্রিকেটীয় পরিবার বটে!

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়