Thursday, June 30

দম ফেলার ফুসরত নেই কানাইঘাটের দর্জিদের


নিজস্ব প্রতিবেদক: ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। আর মাত্র ক’দিন পরই পবিত্র ঈদ-উল-ফিতর। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন কানাইঘাটের দর্জিরা। যেন তাদের দম ফেলারও ফুসরত নেই। দিন-রাত নতুন নতুন পোশাক তৈরি করছেন তারা। কানাইঘাট পৌর শহর ঘুরে দেখা গেছে, ঈদকে সামনে রেখে বিভিন্ন মার্কেটগুলো লাইটিং দিয়ে সাজানো হয়েছে। থান কাপড় ও টেইলার্সের দোকানগুলোতে তরুন-তরুনীদের উপচে পড়া ভীড় লেগে আছে। সেলাই মেশিনের কুটুর-কাটুর শব্দ যেন ঈদের আগাম বার্তা জানান দিচ্ছে। টেইলার্সের দোকানগুলোতে গিয়ে দেখা যায়, কারিগররা কেউ থ্রিপিস, পাঞ্জাবী,ফতওয়া এর কারুকাজ নিয়ে ব্যস্ত আবার কেউ কাপড় ইস্ত্রি,পাঞ্জাবি,শার্টের বোতাম লাগাতে ব্যাস্ত সময় পার করছেন । তাদের সাথে কথা বলে জানা যায়, ৮-১০ রোজার পর থেকেই তাদের ব্যস্ততা বেড়ে যায়। ভোর থেকে মধ্যরাত পর্যন্ত চলছে তারা সেলাইয়ের কাজ করছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে পোশাক সরবরাহ করতে ইতিমধ্যে অধিকাংশ টেইলার্সের মালিকরা নতুন অর্ডার নেওয়া বন্ধ করে দিয়েছেন। শাপলা টেইলার্সের প্রোপ্রাইটর ছমির উদ্দিন জানান,গত বছরের তুলনায় এ বছর অর্ডার বেশী হচ্ছে,তাই গ্রাহক সামলাতে কিছুটা হিমশিম খাচ্ছেন তিনি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়