কানাইঘাট নিউজ ডেস্ক:
ঈদ উল ফিতর উপলক্ষে এটিএন বাংলায় প্রচার হবে ৭ দিন ব্যাপী বিশেষ অনুষ্ঠানমালা। এই অনুষ্ঠানমালায় প্রচার হবে ছোটদের অনুষ্ঠান, ম্যাগাজিন, সঙ্গীতানুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, নাটক, খন্ড নাটক, ধারাবাহিক নাটক, টেলিফিল্ম এবং চলচ্চিত্র।
এরই অংশ হিসেবে ঈদের তৃতীয় দিন প্রচার হবে শিল্পী মারিয়া শিমুর একক সঙ্গীতানুষ্ঠান ’আমি ভালবাসি’। এবারের ঈদে বাজারে আসছে মারিয়া শিমুর নতুন অ্যালবাম ‘আমি ভালবাসি’।
অ্যালবামের গানের কথা লিখেছেন মোহাম্মদ ইকবাল হোসেন। সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ।
এ অ্যালবামের গানগুলো নিয়েই সাজানো হয়েছে বিশেষ এই সঙ্গীতানুষ্ঠান। অনুষ্ঠানের গানগুলো চিত্রায়িত হয়েছে এটিএন বাংলা স্টুডিও সহ দেশে এবং দেশের বাইরের সব মনোরম লোকেশনে। অনুষ্ঠানে গান পরিবেশনের পাশাপাশি বাফা’র শিল্পীদের সঙ্গে নিয়ে শিল্পী নিজেই নেচেছেন গানের তালে।
অনুষ্ঠানের গানগুলো হলো- আমি নীল আকাশে মেঘ হয়ে উড়ে বেড়াবো, একবার বলি বার বলি, চুপি চুপি এসে তুমি, লায়লা লায়লা লায়লা, আমি ভালোবাসি ভালোবাসি, এ বুকে নাম লিখা যে তোরি, ও জীবন জীবন রে, কি যাদু আছে বল তোমারও নয়নে, একটা চিঠি লিখে দিলাম বন্ধু তোমার নামে এবং ধ্রুব তারা জ্বলে আকাশের কোলে।
অনুষ্ঠানটি প্রচার হবে ঈদের তৃতীয় দিন, রাত ১০টা ৪৫মিনিটে।
খবর বিভাগঃ
বিনোদন
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়