Friday, June 3

১০০ মেট্রিক টন খেজুর উপহার দিলো সৌদি

১০০ মেট্রিক টন খেজুর উপহার দিলো সৌদি

কানাইঘাট নিউজ ডেস্ক: মুসলমানদের জন্য পবিত্র মাস মাহে রমজানের আর মাত্র কয়েকদিন বাকি। আর এ রমজান উপলক্ষে সৌদি সরকার বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোঃ শাহ্ কামাল আজ সচিবালয়ে বাংলাদেশে সৌদি চার্জ দ্য এফেয়ার্স আল হাসান আলী আল হাজমীর কাছ থেকে এই খেজুর গ্রহণ করেন।

মুসলিম ভ্রাতৃত্বের নিদর্শন হিসেবে এ খেজুর বাংলাদেশী মুসলিম ভাইবোনদের দেয়ায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব সৌদি সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

তিনি আশা প্রকাশ করেন, চলতি সপ্তাহে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরব গমন করায় দুদেশের সম্পর্ক আরো জোরদার হবে। মুসলিম ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি রক্ষা, সন্ত্রাস ও জঙ্গীবাদ দমনে দুদেশ একসাথে কাজ করবে বলেও সচিব আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় সৌদি সরকারের প্রতিনিধি আব্দুল্লাহ আল সুআইয়ুব, ইব্রাহীম আল হামিদ, আব্দুল মালিক হিলাল, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ অতিরিক্ত সচিব জাকির হোসেন আকন্দ উপস্থিত ছিলেন।

উপহার হিসেবে দেয়া এই খেজুর ইউনিয়ন পরিষদের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিতরণের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়