কানাইঘা্ট নিউজ ডেস্ক:
তারাবিহ নামাজ আদায় করা সুন্নাত। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তারাবিহ আদায়ের ব্যাপারে জোর তাগিদ দিয়েছেন। ফিকহি পরিভাষায় তারাবিহ নামাজ সুন্নাতে মুয়াক্কাদাহ। রমজান মাসে ইশার নামাজ আদায়ের পর এ নামাজ আদায় করা হয়। তারাবিহ নামাজ চার চার রাকাআতে আদায় করে অনেকেই দোয়া পড়ার পর মুনাজাতের মাধ্যমে আল্লাহর দরবারে রোনাজারি করে থাকে। আবার অনেকে সম্পূর্ণ নামাজ শেষ করে মুনাজাত করে থাকে। যে কোনো দোয়া দিয়েই মুনাজাত করা যায়। তারাবিহ নামাজের বহুল প্রচলিত একটি দোয়া রয়েছে। যা তুলে ধরা হলো-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্না নাসআলুকা জান্নাতা ওয়া নাউ’জুবিকা মিনান নারি , ইয়া খালিক্বাল জান্নাতা ওয়ান নারি, বিরাহমাতিকা ইয়া আযিযু, ইয়া গাফ্ফারু, ইয়া কারিমু, ইয়া সাত্তারূ, ইয়া রাহিমু, ইয়া ঝাব্বারূ, ইয়া খালিক্বু, ইয়া বাররূ; আল্লাহুম্মা আযিরনা মিনান নারি; ইয়া মুঝিরূ, ইয়া মুঝিরূ, ইয়া মুঝির। বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।
অনেকে এ দোয়াও রমজানজুড়ে বেশি বেশি পড়ে থাকেন-
উচ্চারণ : আল্লাহুম্মা ইন্নাকা আফুওউন, তুহিব্বুল আফওয়া, ফা’ফু আ’ন্নি।
আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তারাবিহ নামাজের শেষে মুনাজাতে এ দোয়াগুলো বেশি বেশি পড়ার তাওফিক দান করুন। আল্লাহর নৈকট্য অর্জন নসিব করুন। আমিন।
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়