Thursday, June 2

কমিউনিটি হেলথ প্রোভাইডারদের সমস্যা মিটে যাচ্ছে


কানাইঘাট নিউজ ডেস্ক: অবশেষে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) বেতন সমস্যার সমাধান হতে যাচ্ছে। জুনের মাঝামাঝিতেই কয়েক মাসের বকেয়াসহ বর্ধিত বেতন পেয়ে যাবেন তারা। মঙ্গলবার সচিবালয়ে অনুষ্ঠিত এ সংক্রান্ত সভায় অপারেশন প্ল্যানের রিভিশন অনুমোদন পেয়েছে। অপারেশন প্ল্যানের রিভিশন সচিব কমিটিতে অনুমোদন পেতে দেরি হওয়ায় সিএইচসিপিদের চার মাসের বেতন বকেয়া পড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সিএইচসিপিদের চাকরি জাতীয়করণের বিষয়টি সরকার আন্তরিকতার সঙ্গে বিবেচনা করছে বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। আর কোন মহলের প্ররোচনায় বিভ্রান্তিতে না পড়তে সিএইচসিপিদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সম্প্রতি সচিবালয়ে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) এক প্রতিনিধি দলের সঙ্গে মতবিনিময় সভায় স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, আগামী পাঁচ বছরের অপারেশনাল প্ল্যানে কমিউনিটি ক্লিনিক প্রকল্পের কার্যক্রম অন্তর্ভুক্ত করা হচ্ছে। তিনি বলেন, গ্রামপর্যায়ের সাধারণ মানুষের হাতের নাগালে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে গ্রামের ওয়ার্ডপর্যায়ে কমিউনিটি ক্লিনিক চালু করা হয়েছে। ইতোমধ্যে এ কার্যক্রমের সাফল্য সারাবিশ্বে উদাহরণ হিসেবে প্রশংসিত হয়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়