Monday, June 27

প্যারিস সফরে ব্যাবসায়ী ও ক্রীড়ানুরাগী হারুন


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ব্যাবসায়ী ও ক্রীড়ানুরাগী হারুন মিয়া এক সংক্ষিপ্ত সফরে ফ্রান্সের রাজধানী প্যারিসে এসেছেন। তিনি প্যারিসে অবস্থানকালে U E F A euro 2016 France এর খেলা সরাসরি স্টেডিয়ামে বসে দেখবেন। এছাড়া বিভিন্ন ব্যাবসায়ী, সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় ও সৌজন্য সাক্ষাতে মিলিত হবেন।তিনি প্যারিসে অবস্হিত বিশ্ব বিখ্যাত দর্শনীয় স্হাপনা ও স্হান সমুহ পরিদর্শন করবেন। হারুন মিয়া কানাইঘাটের গাছবাড়ী এলাকার গোয়ালজুর গ্রামের অধিবাসী, বিশিষ্ট মুরব্বী মরহুম হাজী আবরু মিয়া (আবু হাজী) – এর নাতি এবং ঝিংগাবাড়ী ইউনিয়নের মেম্বার মামুন রশীদ বাবুল মিয়ার বড় ভাই। তিনি মানবাধিকার ও সাংস্কৃতিক সংগঠনের সাথেও সম্পৃক্ত রয়েছেন। হারুন মিয়া ইতিমধ্যে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, সাউথ আফ্রিকা সহ অনেক দেশ ভ্রমন করেছেন। প্যারিসে তার সাথে 0033753942180 এই নম্বরে যোগাযোগ করা যাবে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়