বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলায় বাস ও ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে অন্তত আট ব্যক্তির নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ২০ জন।
শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পেন্টাগন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ছয়জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, রেখা পরিবহনের বাসটি ঢাকা থেকে বগুড়ার দিকে আসছিল। আর পাথরবোঝাই ট্রাকটি যাচ্ছিল সিরাজগঞ্জের দিকে। দুই বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটির কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার ভোর ৬টার দিকে উপজেলার ধনকুণ্ডি এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে পেন্টাগন হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে বলে শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। আহতদের মধ্যে ছয়জনকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং ১৪ জনকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি বলেন, রেখা পরিবহনের বাসটি ঢাকা থেকে বগুড়ার দিকে আসছিল। আর পাথরবোঝাই ট্রাকটি যাচ্ছিল সিরাজগঞ্জের দিকে। দুই বাহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই বাসের সাত যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার ব্রিগেড কর্মীরা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। হাসপাতালে নেওয়ার পর মৃত্যু হয় আরও একজনের।
দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটির কারণে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় কিছু সময় যান চলাচল বন্ধ থাকে বলে জানিয়েছে পুলিশ।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়