Sunday, June 12

রিয়াল তারকা জেতালেন ক্রোয়েশিয়াকে


কানাইঘাট নিউজ ডেস্ক: ইউরোতে গ্রুপ ‘ডি’ এর খেলায় ২৫ গজ দূর থেকে দর্শনীয় এক গোল করে ক্রোয়েশিয়াকে জয় এনে দিয়েছেন রিয়ালের তারকা মিডফিল্ডার লুকা মদ্রিচ। মদ্রিচই দেশটির প্রথম খেলোয়াড় যিনি মিডফিল্ডার হিসেবে দুটি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গোল করলেন। ম্যাচের ৪১ মিনিটের মাথায় দারুণ এক ভলিতে একমাত্র গোলটি করেন তিনি। মদ্রিচ রিয়ালের চ্যাম্পিয়ন লিগ-জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এদিন ম্যাচের শুরু থেকে তুর্কিদের রক্ষণভাগে চাপ সৃষ্টি করে ক্রোয়েশিয়া। খেলার ২২ মিনিটে দারুণ এক সুযোগ নষ্ট করে ব্রোজোভিচ। মানজুকিচের দারুণ একটি ক্রসে হেডে জালে বল জড়াতে ব্যর্থ হন তিনি। এরপর ৫১ মিনিটে দারিজোর শক্তিশালী একটি শট ক্রসবারে লাগলে গোলবঞ্চিত হয় ক্রোয়েশিয়া। এর তিন মিনিট পর আবারও হতাশ হন তিনি। খেলার ৭৩ মিনিটে মানজুকিচের দারুণ একটি ক্রসে হেড করেছিলেন ইভান পেরেসিচ। কিন্তু তার হেডটি গিয়ে আঘাত হানে ক্রসবারে। তুর্কিও গোটা ম্যাচে মদ্রিচদের চোখে চোখ রেখে লড়াই করেছে। কিন্তু ভালো ফিনিশিংয়ের অভাবে গোলবঞ্চিত হয়েছে তারা।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়