Wednesday, June 8

সাম্প্রতিক হত্যাকান্ডের ঘটনায় বিএনপির নিন্দা

সাম্প্রতিক হত্যাকান্ডের ঘটনায় বিএনপির নিন্দা

কানাইঘাট নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে যে হত্যাকান্ডগুলো ঘটছে তার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আনুষ্ঠানিক বাজেট প্রতিক্রিয়ার বুধবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি ।

তিনি বলেন, সরকার যে কোন উপায়ে ক্ষমতায় টিকে থাকতে চায়। তারা ক্ষমতায় টিকে থাকতে উগ্রবাদ ও জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, ঝিনাইদহে একজন পুরহিদকে হত্যা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এছাড়াও গত কয়েক দিনে হত্যার লাইন দীর্ঘ হচ্ছে। এতে আমরা উদ্বেগ প্রকাশ করছি।

বিএনপি কোন রাজনৈতিক দল নয় অর্থমন্ত্রীর এমন বক্তব্য উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, তিনি কোন রাজনীতিকক নন। বড় আমলা। বিএনপি একটি পুরনো রাজনৈতিক দল। আশা করবে তিনি তার বক্তব্য প্রত্যাহার করবেন।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়