Thursday, June 30

মুম্বাইয়ে মেডিক্যাল স্টোরে অগ্নিকাণ্ড, ৫ শিশুসহ নিহত ৯

মুম্বাইয়ে মেডিক্যাল স্টোরে অগ্নিকাণ্ড, ৫ শিশুসহ নিহত ৯

কানাইঘাট নিউজ ডেস্ক: ভারতের মুম্বাইয়ের আন্ধেরি শহরের একটি মেডিক্যাল স্টোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ শিশুসহ ৯ জন নিহত হওয়ার খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।

আজ বৃহস্পতিবার সকালে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেন। তবে তাৎক্ষণিক অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানা যায়নি।

এদিকে অমৃতসর রেলস্টেশনের একটি টিকিট কাউন্টারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে এতে হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়