কানাইঘাট নিউজ ডেস্ক:
সিলেটে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেট কারের সংঘর্ষে স্বামী-স্ত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টায় সিলেট নগরীর টিলাগড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তাদের মেয়ে স্কলার্স হোম এর ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী স্নেহা দাস।
নিহত অরজিত দাস স্কলার্স হোম স্কুল এন্ড কলেজের প্রশাসনিক কর্মকর্তা এবং তার স্ত্রী সুমিতা দাস দক্ষিণ সুরমার মহালক্ষ্মী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বৃষ্টি চলাকালে টিলাগড়মুখী একটি প্রাইভেট কারের ( সিলেট গ-১১-১১৪৭) সঙ্গে বিপরীতমুখী অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে অরজিত দাস ও হাসপাতালে নেওয়ার পর স্ত্রী সুমিতা মারা যান।
সিলেট মহানগরীর শাহপরান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল মুন্সি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, নিহতদের মরেদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়া দুর্ঘটনা কবলিত গাড়ি দু’টি উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়