Monday, June 27

কানাইঘাটে একটি বাড়ী একটি খামার প্রকল্পের মাঠকর্মীকে প্রাণ নাশের হুমকির ঘটনায় এক ব্যক্তি গ্রেফতার


নিজস্ব প্রতিবেদক: একটি বাড়ী একটি খামার প্রকল্পের কানাইঘাট সাতবাঁক ইউপির মাঠকর্মী বাবুল আহমদ খেলাপী ঋণ আদায় করতে গিয়ে ঋণ গ্রহীতা কর্তৃক প্রাণ নাশের হুমকির ঘটনায় কানাইঘাট থানা পুলিশ ইউপির জয়পুর গ্রামের মৃত মুশাহীদ আলীর পুত্র জহির উদ্দন কনাইকে গত রবিবার গ্রেফতার করেছে। জানা যায়, একটি বাড়ী একটি খামার প্রকল্পের সাতবাঁক ইউপির মাঠকর্মী বাবুল আহমদ প্রকল্পের ঋণের বকেয়া টাকা খোঁজতে গিয়ে গত ১২ জুন গ্রেফতারকৃত জহির উদ্দিন কনাই তাকে প্রাণে হত্যার উদ্দেশ্যে দা দিয়ে ধাওয়া করলে বাবুল আহমদ নিরাপদে গিয়ে জীবন রক্ষা করেন। এ বিষয়টি বাবুল আহমদ উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়াকে অবহিত করলে তিনি এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কানাইঘাট থানা পুলিশকে অবহিত করলে পুলিশ ঋণ খেলাপি জহির উদ্দিন কনাইকে গ্রেফতার করে

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়