গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে ৩ জন
নিহত ও ২ জন আহত হয়েছেন। বুধবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের পরিচয় জানা যায়নি।
তবে তাদের সকলের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। নিহতের মধ্যে একজন পিকআপ চালক এবং ২ জন মাছ ও তরকারি ব্যবসায়ী বলেও জানা গেছে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সকালে মাছ ও তরকারি বোঝাই একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
এসময় শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক এবং মাছ ও তরকারি ব্যবসায়ীসহ ৩ জন নিহত হন।
এঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যবসায়ী। পরে পুলিশ আহত ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। মরদেহগুলো মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
তবে তাদের সকলের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে। নিহতের মধ্যে একজন পিকআপ চালক এবং ২ জন মাছ ও তরকারি ব্যবসায়ী বলেও জানা গেছে।
শ্রীপুর মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, বুধবার সকালে মাছ ও তরকারি বোঝাই একটি পিকআপ ময়মনসিংহের দিকে যাচ্ছিল।
এসময় শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় পৌঁছালে ময়মনসিংহগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপটির সংঘর্ষ হয়। এতে পিকআপের চালক এবং মাছ ও তরকারি ব্যবসায়ীসহ ৩ জন নিহত হন।
এঘটনায় আহত হয়েছেন আরো দুই ব্যবসায়ী। পরে পুলিশ আহত ২ জনকে উদ্ধার করে ময়মনসিংহ হাসপাতালে পাঠায়। মরদেহগুলো মাওনা হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়