Saturday, June 18

কানাইঘাটের অবসরপ্রাপ্ত শিক্ষক আলিম উদ্দিনের ইন্তেকাল


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার ঝিংগাবাড়ী ইউনিয়নের তিনচটি গ্রামের অধিবাসী, শিক্ষানুরাগী ও সমাজসেবী আলিম উদ্দিন আর নেই। গতকাল (১৭ জুন ২০১৬) শুক্রবার রাত আনুমানিক ১১ টায় সিলেট মহানগরীর মাউন্ট এডোরা হাসপাতালে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭৭ বছর। তিনি সহধর্মিণী সহ ৫ মেয়ে এবং ৩ ছেলে, নাতি নাতনী, অসংখ্য আত্বীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাযার নামাজ আজ শনিবার জোহরের নামাজের পর তিনচটি গ্রামের জামে মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, আলিম উদ্দিন সাহেব জগন্নাথপুরের সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে দীর্ঘ ২২ বছর এবং বিয়ানীবাজার উপজেলার দেউলগ্রাম দ্বিপাক্ষিক উচ্চ বিদ্যালয়ে ১৪ বছর সুনামের সহিত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ২০১১ সালে অবসর গ্রহণ করেন। এরপর থেকে মৃত্যুর পুর্ব পর্যন্ত এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক কার্যক্রমের সাথে জড়িত ছিলেন। তিনির মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে। এদিকে, ফ্রান্স প্রবাসী এনাম আহমদের পিতা, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আলিম উদ্দিনের মৃত্যুর সংবাদ শোনে কানাইঘাটের প্রবাসী লোকজনের মধ্যে শোকের ছায়া নেমে আসে। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়