কানাইঘাট নিউজ ডেস্ক:
২০১৬-১৭ অর্থবছরে আইসিটি খাতে বরাদ্দ রাখা হয়েছে ৮ হাজার ৩০৬ কোটি টাকা। এ খাতে ২০১৫-১৬ অর্থবছরে বরাদ্ধকৃত বাজেট ছিল ৬ হাজার ১০৭ কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থ বছরে প্রস্তাবিত বাজেটে আইসিটি খাতে বরাদ্দ বেড়েছে ২ হাজার কোটি টাকারও বেশি।
আজ জাতীয় সংসদ ভবনে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এই তথ্য জানান।
কয়েক বছর আগে অর্থাৎ ২০০৯-১০ অর্থবছরে আইসিটি খাতে সার্বিক বরাদ্দ ছিল ২ হাজার ৩৫৭ কোটি টাকা। এ বরাদ্দের পরিমাণ বাড়িয়ে ২০১৬-১৭ অর্থবছরে ৮ হাজার ৩০৬ কোটি টাকার প্রস্তাব করা হয়েছে। আট বছরে আইসিটি খাতের বরাদ্দ ৩.৫২ গুণ বৃদ্ধি পেয়েছে।
এই বাজেটকে ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠায় সরকারের দৃঢ় অঙ্গীকারের প্রতিফলন বলে মনে করছেন অর্থমন্ত্রী।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়