Thursday, June 30

ঈদে সাত মিনিটের খণ্ড নাটক


কানাইঘাট নিউজ ডেস্ক: ঘটনাটি একেবারেই ব্যতিক্রম। এবারই প্রথম ঈদে এমন ব্যতিক্রমী আইডিয়া নিয়ে কাজ হয়েছে। ইফাদ নিবেদিত এবার ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচার হবে খন্ড নাটক। ‘লেটার’স ফ্রম রোমিও’ শিরোনামের নাটকটি ঈদে আরটিভি সহ বিভিন্ন চ্যানেলে প্রচার হবে। সাত মিনিটের নাটকটি রচনা ও পরিচালনা করেছেন ইভান মজুমদার। এতে অভিনয় করেছেন তানভীর ফাইনেস্ট, রানী আহাদ, শাওন মিলনসহ আরো অনেকে। তানভীর বলেন, ‘অন্যরকম একটা কাজ করেছি। এবার ঈদে দর্শকরা এই শর্ট নাটকটি দেখে সত্যিই ভিন্ন মজা পাবেন। কারণ বর্তমানে সারাবিশ্বেই শর্ট ফিল্মের একটা জয়জয়কার অবস্থা। সেই হিসেবে আমাদের দেশে শর্ট নাটক কিংবা শর্ট ফিল্মের জায়গাটা দর্শকদের কাজে নতুন মাত্রা যোগ করবে। তারই প্রয়াস হিসেবে ঈদে আমাদের ইফাদ নিবেদিত এই শর্ট নাটক। যা বিভিন্ন চ্যানেলে প্রচার হবে।’ রানী আহাদ বলেন, ‘নাটকটিতে কাজ করে অন্যরকম লেগেছে। ছোট্ট একটা গল্প কিন্তু গভীরতা অনেক। আশা করি দর্শকরা শর্ট নাটকটি দেখে অন্যরকম আনন্দ পাবেন।’

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়