Thursday, June 2

ওয়াশিং মেশিনে আটকে গেছে মাথা!


কানাইঘাট নিউজ ডেস্ক: ঘরের কোনো কিছু নষ্ট হয়ে গেলে আমরা অনেকেই প্রাথমিক চেষ্টা করি নষ্ট হয়ে জিনিসটি ঠিকঠাক করার জন্য। এই ধরনের চেষ্টায় কদাচিৎ সফল হলেও মাঝে মাঝে তা হিতে বিপরীত হতে পারে। যেমনটি ঘটেছে এক চীনা ব্যক্তির সঙ্গে। একা একা ওয়াশিং মেশিন মেরামত করতে গিয়ে তাকে মারাত্মক বিপাকে পড়তে হয়েছে। ওয়াশিং মেশিনের ভেতরে তার পুরো মাথাই আটকে যায়। চীনের পিপলস ডেইলির বরাত দিয়ে এই সংবাদটি প্রকাশ করেছে এনডিটিভি অনলাইন। প্রতিবেদনটিতে বলা হয়, চীনের ফুজিয়ান প্রদেশের ওই নাগরিক ২৯ মে কাপড় পরিষ্কার করতে গিয়ে দেখেন ওয়াশিং মেশিনটি কাজ করছে না। তিনি ওয়াশিং মেশিনের ভেতরে মাথা ঢুকিয়ে দেখার চেষ্টা করছিলেন কোনো সমস্যা হয়েছে কিনা। এরপরই ঘটে বিপত্তি। ওয়াশিং মেশিনের মধ্যে ওই ব্যক্তির মাথা আটকে যায়। শত চেষ্টা করেও মাথা বের করতে পারছিলেন না তিনি। তার এমন ঘোরতর বিপদে সাহায্যের জন্য বন্ধু এগিয়ে আসেন। কিন্তু তিনিও ব্যর্থ হন। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে প্রায় ৪০ মিনিটের চেষ্টায় চীনা ওই ব্যক্তির মাথা ওয়াশিং মেশিনমুক্ত করতে সফল হয়। ওয়াশিং মেশিন ভেঙে আটকে পড়া ব্যক্তিকে মুক্ত করা হয়। উদ্ধার হওয়া ব্যক্তি সুস্থ আছেন। তবে তার শরীরে কয়েকটা আঁচড় পড়েছে।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়