Friday, June 3

মুস্তাফিজের সঙ্গে দেখা করতে সময় নির্ধারণ

মুস্তাফিজের সঙ্গে দেখা করতে সময় নির্ধারণ

কানাইঘাট নিউজ ডেস্ক: প্রায় দুই মাস পর গত সোমবার রাত ১১টার দিকে সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার তেঁতুলিয়ায় নিজের গ্রামের বাড়ি ফিরেছেন মুস্তাফিজ। তবে আত্মীয়স্বজন, বন্ধু ও ভক্তদের বিড়ম্বনায় বিশ্রামের সুযোগই পাচ্ছেন না মুস্তাফিজ।

তাই গত দুইদিন আগে মুস্তাফিজের বাড়িতে নিরাপত্তার ব্যবস্থাও করা হয়েছে। শুধু তাই নয় মুস্তাফিজের সঙ্গে দেখা করা, কথা বলা কিংবা ছবি তোলার ওপর কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। মুস্তাফিজের বিশ্রামের কথা চিন্তা করেই তার সঙ্গে দেখা করার সময়ও নির্ধারণ করা হয়েছে।

কালীগঞ্জ উপজেলার তারালি ইউপি চেয়ারম্যান এনামুল হক জানান, মুস্তাফিজ যাতে বাড়িতে নির্বিঘ্নে বিশ্রাম নিতে পারেন, সে জন্য তার সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকড়ি আরোপ করা হয়েছে। নিরাপত্তার জন্য তাদের বাড়িতে সব সময় দুজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লস্কর জায়াদুল ইসলাম জানান, মুস্তাফিজের বাড়ির আশপাশে পুলিশ সব সময় টহল দিচ্ছে। বিশেষ করে রাতে পুলিশ মোতায়েন করা হচ্ছে।

এ ব্যাপারে মুস্তাফিজের ভাই মোখলেছুর রহমান জানান, আগামী প্রথম রোজা পর্যন্ত বাড়িতে থেকে বিশ্রাম নেওয়ার ইচ্ছা তার। গত বুধ ও বৃহস্পতিবার—এ দুই দিন ভক্ত, বন্ধু ও আত্মীয়স্বজনদের সময় দেওয়ার কারণে বিশ্রাম নিতে পারেননি তিনি। রাত দুইটার দিকে ঘুমাতে হয়েছে তাকে। আবার ভক্তরা ভোর হতে না-হতেই ভিড় করতে থাকেন বাড়িতে। বাধ্য হয়ে ঘুম থেকে তার উঠতে হয়েছে খুব সকালে।

তাই স্থানীয় প্রশাসন ও পরিবারের পক্ষ থেকে মুস্তাফিজের সঙ্গে দেখা করার ব্যাপারে কিছুটা কড়াকাড়ি আরোপ করা হয়েছে। তার সঙ্গে দেখা করা, কথা বলা কিংবা ছবি তোলার সময় নির্ধারণ করা হয়েছে সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। আবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়