Monday, June 13

শতভাগ ভণ্ডের দল জাসদ: আশরাফ


ঢাকা: ১৪ দলীয় জোটের অন্যতম শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদকে ‘শতভাগ ভণ্ডের দল’ আখ্যায়িত করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, এই দলটি মুক্তিযুদ্ধের চেতনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে দেশকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল। সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে কেন্দ্রীয় ছাত্রলীগের বর্ধিত সভা ও কর্মশালায় আশরাফ এই মন্তব্য করেন। জাসদকে বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টিকারী আখ্যায়িত করে আশরাফ বলেন, ‘বৈজ্ঞানিক সমাজতন্ত্রবাদীরা ষড়যন্ত্র করে বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন একটি সফল মুক্তিযুদ্ধকে সম্পূর্ণ পরিকল্পিতভাবে বিতর্কিত করতে নানা অপচেষ্টা চালিয়েছে। এরা বঙ্গবন্ধু হত্যার পরিবেশ সৃষ্টি না করলে দেশবাসী আজ বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি ভিন্ন বাংলাদেশ দেখত।’ ছাত্রলীগ নেতাকর্মীদের উদ্দেশে সৈয়দ আশরাফ বলেন, ‘সবসময় লক্ষ্য রাখবে, হটকারীদের কখনোই প্রশ্রয় দেবে না। তারা (জাসদ) বড় বড় কথা বললেও তাদের সাহস কম। এই বৈজ্ঞানিক বিপ্লবীরা শতভাগ ভণ্ড।’ শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করে সৈয়দ আশরাফ বলেন, ‘বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ধীরে ধীরে দলকে সংগঠিত করেছেন। তিনি আজ বাংলাদেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করছেন।’ ছাত্রলীগের নেতাকর্মীদের উদ্দেশ্য করে আশরাফ বলেন, ‘ছাত্ররাজনীতি আমাদের সময় এতটা সহজ ছিল না। আজ তোমরা মোবাইলের সেলফিতে সহজেই যোগাযোগ করতে পারছো। এসবকে কাজে লাগিয়ে তোমরা সুশিক্ষায় শিক্ষিত হও। তবেই বঙ্গবন্ধুর সোনার বাংলা প্রতিষ্ঠিত হবে।’ বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা যখন মধুর ক্যান্টিনে চা খেতাম তখন কমিউনিস্ট পাটির বন্ধুরা হোটেল শেরাটনে বসে রেড ওয়াইন খেত।’ আশরাফ বলেন, ‘জাসদ ষড়যন্ত্র করে একটি সফল মুক্তিযুদ্ধকে বিতর্কিত করেছিল। কাজেই হঠকারীদের কখনো প্রশ্রয় দেয়া যাবে না।’ তিনি বলেন, ‘যারা বিপ্লবের কথা বলে তারা কখনো বিপ্লব সফল করতে পারে না। আর যারা মুখে বড় বড় কথা বলে তাদের সাহস খুবই কম।’ সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক ইসহাক আলী খান পান্না, সাবেক ছাত্রলীগ সভাপতি লিয়াকত শিকদার প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়