Saturday, June 4

কানাইঘাটে বিজিবি’র অভিযানে বিড়ি ও অটোরিকসা উদ্ধার


কানাইঘাট নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তে ১ লাখ ৫ হাজার ভারতীয় বিড়ি ও এশটি সিএনজি অটোরিকসা উদ্ধার করা হয়েছে। ৪১ বিজিবি’র সুরাইঘাট বিওপির হাবিলদার মোঃ মন্টু মিয়ার নেতৃত্বে একটি টহল দল শুক্রবার বেলা ১টায় সিলেট জেলার কানাইঘাট থানার মানিকপাড়া এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করে। বিজিবির এক বর্তায় বলা হয়- বিজিবির টিম মানিকপাড়ার পাঁকা রাস্তায় একটি সিএনজি অটোরিকসাকে থামানোর সংকেত দিলে গাড়িটি থামিয়ে চালক ও আরোহীরা দৌঁড়ে পালিয়ে যায়। এসময় গাড়ি তল্লাশি করে ১ লাখ ৫৭ হাজার ৫শ’ টাকা মূল্যে বিড়ি উদ্ধার করা হয়। পরে বিড়িসহ গাড়িটি ক্যাম্পে নেওয়া হয়।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়