বগুড়া প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে হামলার ঘটনায় জড়িত জেএমবি সদস্য কাওসার (২৫) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন।
বুধবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমূল এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শিয়া মসজিদে হামলায় জড়িত জেএমবি সদস্যরা আটমূল এলাকায় গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়।
আটমূল এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্য জেএমবি সদস্যরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় জেএমবি সদস্য কাওসারকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত বছর ২৬ নভেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলি বর্ষণে মসজিদের মুয়াজ্জিন নিহত হন। এ ছাড়া তিন মুসল্লি গুলিবিদ্ধ হন।
বুধবার ভোর ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার আটমূল এলাকায় এ ঘটনা ঘটে।
বগুড়ার সিনিয়র সহকারী পুলিশ সুপার গাজিউর রহমান জানান, শিয়া মসজিদে হামলায় জড়িত জেএমবি সদস্যরা আটমূল এলাকায় গোপন বৈঠক করছে এমন খবরের ভিত্তিতে সেখানে পুলিশের একটি দল অভিযান চালায়।
আটমূল এলাকায় পৌঁছালে পুলিশকে লক্ষ্য করে দুটি হাত বোমার বিস্ফোরণ ঘটায় জেএমবি সদস্যরা। এ সময় পুলিশ পাল্টা গুলি ছোড়ে। এ সময় অন্য জেএমবি সদস্যরা পালিয়ে যায়।
পরে গুলিবিদ্ধ অবস্থায় জেএমবি সদস্য কাওসারকে বগুড়ার জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রসঙ্গত, গত বছর ২৬ নভেম্বর রাতে বগুড়ার শিবগঞ্জে শিয়া মসজিদে মুসল্লিদের ওপর বন্দুকধারীদের গুলি বর্ষণে মসজিদের মুয়াজ্জিন নিহত হন। এ ছাড়া তিন মুসল্লি গুলিবিদ্ধ হন।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়