Sunday, June 12

ছাত্র সংসদ নেই বলে নেতা তৈরি বন্ধ


ঢাকা: ছাত্ররাজনীতিতে সঠিক নেতৃত্ব তুলে ধরতে ছাত্র সংসদ নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ছাত্র সংসদ হয় না বলে নেতা তৈরি বন্ধ। রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ছাত্রলীগের দুই দিনব্যাপী বর্ধিত সভা ও কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। সেতুমন্ত্রী বলেন, গত ২৪ বছর ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন হয় না। যদি নির্বাচন হতো, তাহলে এ সময়ে অন্তত ৪৮ জন নেতা তৈরি হতো। ছাত্র সংসদ নির্বাচন না হওয়ায় সে পথ বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া এই উৎপাদনপ্রক্রিয়া গণতন্ত্রচর্চা, নেতৃত্ব বিকাশ এবং ছাত্রনেতা থেকে জাতীয় নেতা সৃষ্টি করার জন্য চালু হওয়া উচিত। ছাত্রনেতাদের ছাত্র অধিকার নিয়ে কথা বলার পরামর্শ দিয়ে ছাত্রলীগের এই সাবেক সভাপতি বলেন, বক্তৃতায় ছাত্রনেতাদের জাতীয় রাজনীতি নিয়ে কথা বলার আগে অবশ্যই ছাত্রসমস্যা ও শিক্ষাসমস্যা নিয়ে কথা বলতে হবে। তাহলেই সাধারণ ছাত্র-ছাত্রীদের কাছে নিজেকে আকর্ষণীয়ভাবে উপস্থাপন করা যাবে। ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। অন্যদের মধ্যে বক্তব্য দেন সংসদ সদস্য ও ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মান্নান, আরেক সাবেক সভাপতি ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জাকসু) সাবেক ভিপি এনামুল হক শামীম প্রমুখ।

শেয়ার করুন

0 comments:

পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়