কানাইঘাট নিউজ ডেস্ক:
ঝিনাইদহ সদর উপজেলার করাতিপাড়া শ্মশানঘাট এলাকায় আনন্দ গোপাল গাঙ্গুলী (৬৫) নামে এক পুরোহিতকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহত পুরোহিত আনন্দ গোপাল উপজেলার করাতিপাড়া গ্রামের মৃত সত্য গোপাল গাঙ্গুলীর ছেলে।
জেলা অতিক্তি পুলিশসুপার আজবাহার আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালের দিকে বাইসাইকেলে পুরোহিত আনন্দগোপাল একটি মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। পথে তিনজন দুর্বৃত্ত মোটরসাইকেলে তার পথরোধ করে তাকে লাঠি দিয়ে আঘাত করে। লাঠির আঘাতে তিনি পড়ে গেলে দুর্বৃত্তরা তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার (৫ জুন) সকালে নাটোরের বনপাড়ায় সুনীল গোমেজ নামে এক খ্রিস্টান ব্যবসায়ীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
খবর বিভাগঃ
সারাদেশ
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়