কানাইঘাট নিউজ ডেস্ক:
গুগলের স্ট্রিট ভিউতে নতুন করে সিলেট যুক্ত করেছে গুগল। একই সাথে যুক্ত হয়েছে বরিশাল, রাজশাহী ও রংপুরও।
নতুন এ সুবিধা চালুর ফলে শহরগুলোর রাস্তাসহ আশপাশের সব ছবি প্যানারোমিক ভিউতে দেখা যাবে।
চারটি শহরের পূর্ণাঙ্গ স্ট্রিট ভিউ চালুর পাশাপাশি দেশের বিভিন্ন জেলার বিশেষ স্থান বা নিদর্শনের ৮৯টি ছবিও যুক্ত করেছে গুগল।
এত দিন ঢাকা, চট্টগ্রাম ও খুলনার স্ট্রিট ভিউ দেখার সুযোগ মিলত। নতুন এ সুবিধা চালুর ফলে গুগল স্ট্রিট ভিউ সেবা কাজে লাগিয়ে দেশ-বিদেশের যেকোনো স্থান থেকেই বাংলাদেশের বিভিন্ন শহরের ছবি দেখার পাশাপাশি উল্লেখযোগ্য পর্যটন স্থানের ছবিও দেখা যাবে।
ফলে গুগল ম্যাপস কাজে লাগিয়ে ভার্চুয়ালি বাংলাদেশের উল্লেখযোগ্য দর্শনীয় স্থান ভ্রমণ করতে পারবে দেশ-বিদেশের পর্যটকরা। কম্পিউটারের পাশাপাশি আইওএস ও অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা যেকোনো ডিভাইসে এ সুযোগ মিলবে।
খবর বিভাগঃ
তথ্য প্রযুক্তি
বিশেষ খবর
0 comments:
পাঠকের মতামতের জন্য কানাইঘাট নিউজ কর্তৃপক্ষ দায়ী নয়